সংগ্রহ
এসো আজ আমার মনের গভীরে
থেকে যায় যেমন নিঃশ্বাস শরীরে
নিস্তেজ জীবনে রং ফিরিয়ে আন
জ্যানো সাদা মুখ মাখা আবিরে
তোমার নামে দিন শুরু
তোমার নামে রাত শেষ
তোমায় ছাড়া আমি কি?
নিষ্প্রাণ এক অবশেষ
একটা কথা বলি সোন, হে পার্থ
পৃথিবীতে সবচেয়ে বড় স্বার্থ
যে মায়ায় বেঁধে রয় সে অপদার্থ
যে কাজ বের করে নেয় সেই সিদ্ধার্থ
কিছুই যে বলতে পারি না তোমায়
কাটিয়ে যাই মিলনের আশায়
এই দূরত্ব আর সহ্য হয়ে না
চলে এসো ও প্রিয়তমা
আর কত অপেক্ষার কষ্ট দেবে আমায়
Comments
Post a Comment