Posts

Showing posts from April, 2024

ইচ্ছা

তোমার সাথে হাসতে চাই তোমার পাশে সকালে জাগতে চাই তোমার কাঁধে মাথা রেখে থাকতে চাই তোমার হাত ধরে জীবন হাঁটতে চাই তোমার রং নিজের ওপর মাখতে চাই তোমার কেশের ছায়াতে নিজেকে ঢাকতে চাই  হাত ধরে কলেজ স্ট্রিটের এক রাউন্ড মেরে বিকেল বেলায় চা-সিঙ্গাড়ার এক রাউন্ড মারতে চাই গঙ্গার পাশে বসিয়া শব্দহীন হয়ে বাতাসে নিখোঁজ তোমার পাস ধরে থাকতে চাই গাঁদা ফুলের মৃদু গন্ধে মাখা ভবিষ্যতে তোমার হাসি মেলানো পাখিদের আওয়াজে উঠতে চাই এসেছো জীবনে তো থেকে যাও একটু জীবন ভর যা পেয়েছি তোমাকে তো পরবর্তী জীবনেও তোমাকে প্রাপ্য চাই তুমি না এলে কি হতো? জীবনটা একটু...না একটু না, অনেকটাই ফাঁকা-ফাঁকা থাকত এই যা জীবনে এনেছ, আজীবন এই পরিপূর্ণতা চাই তোমাকে ভেবে, তোমাকে দেখে যা একটা মৃদুহাসি মুখে আমার চলে আসে সেই হাসিটা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চাই যাত্রীহীন কাটান দিনে তোমাকে ঠিক তেমন পেয়েছি যেমন শব্দহীন, স্তব্ধ রাত্রি তে একটা একল তারা টিমটিমিয়ে যায় যখন তুমি রবি ঠাকুরের বই বুক থেকে লাগিয়ে ঘুমিয়ে পড়লে তখন তোমার শ্রীমুখ থেকে চশমা সরিয়ে, জানলার পর্দা তা লাগাতে চাই আর তোমার তো নাম অনেক কেউ এই বলে ডাকে, কেউ ওই বলে ডাকে আমি শুধু তোমাক...